জগন্নাথপুরে চোরাই মোবাইল বেচাকেনা, গ্রেপ্তার ৫

হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে গোপন সংবাদের জগন্নাথপুর বাজারে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জগন্নাথপুর সার্কেল এএসপি সুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (৩ জানুয়াারি) উপজেলার পৌর পয়েন্টস্থ আবু তাহের কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়।

অভিযানে বহুরূপী টেলিকম নামক মোবাইলের দোকান ও জগন্নাথপুর বাজারের হক মোবাইল সেন্টার থেকে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন মডেলের সচল ও অচল ৬৭টি চোরাই মোবাইল ও ০৪টি চোরাই ট্যাব উদ্ধার করা হয়। এ সময় চোরাই মোবাইল ও ট্যাব ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জগন্নাথপুর পৌরসভাধীন জালালপুর এলাকার মোঃ ছামিন উদ্দিনের ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৩), সিলেটের গোলাপগঞ্জের মৃত আব্দুস সালামের ছেলে জাকের আহমদ রাজু (৩৩), হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মুহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫), দোয়ারাবাজর উপজেলাধীন সোনাপুর গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ এমরান আহমদ (৩১) এবং হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৩২)।

এঘটনায় জগন্নাথপুর থানার এসআই মুহাম্মদ শামছুল বাদী হয়ে এজাহার দায়ের করেন জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং- ০২, তাং- ০৪/০১/২০২৪)।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোবাইল চোরাই চক্রটিকে ধরা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।