সারা দেশের মতো সুনামগঞ্জ জেলায় গ্রাহকদের মধ্যে ৩ লক্ষ চারা গাছ বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। এরমধ্যে জগন্নাথপুর উপজেলার ১১টি শাখায় ১১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসে গ্রামীণব্যাংক সদস্যদের মাঝে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলার একটি শাখায় ব্যাংকটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর ম্যানেজার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মাঠকর্মী নিপা আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, আলেমা বেগম, তসলিমা বেগম, রাজনা বেগম, অভিনয় দাস প্রমুখ। পরে এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।