জগন্নাথপুরে কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটি বাতিলের দাবি বিএনপির

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্ল্যাহর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান বিএনপির একাংশের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম-আহ্বায়ক এম এ কয়েস, সাবেক সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, খলিলুর রহমান, আংগুর মিয়া,পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কাউন্সিল ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, কাউন্সিলর ও সাবেক প্রচার সম্পাদক আলাল হোসেন প্রমুখ।

নেতাকর্মীদের দাবি, হাওরের ফসল রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধ বিনির্মাণে কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। তাই এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির একাংশ নেতাকর্মী।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্যাহ বলেন, ‘বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ দেখা করে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে কথা বলেছেন। আমরা নীতিমালার আলোকে কমিটি গঠন করেছি।’