জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জগন্নাথপুরে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা পরিষদে আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মুক্তিযোদ্ধা  কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য শ্রদ্ধা নিবেদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, আব্দুল কাদির, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান, তদন্ত অফিসার সুশংকর পাল, উপজেলা এলজিডি প্রকৌশলী সোহারাব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।