সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এফআইভিডিবির টিএলটিএন প্রকল্পের আওতায় মাঠ কর্মীদের জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে চার দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে ৩ জন করে মোট ২৪ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে হেলেন কেলার ইন্টরন্যাশনের সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আরা আশা। বিশেষ অতিথি ছিলেন ডা. তানজিম হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর নীহার সিনহা।
এফআইভিডিবির প্রজেক্ট অফিসার তুহিন আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অফিসার সাইফুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সরকারি কাজে সহযোগিতা করতে এবং বেসরকারিভাবে এফআইভিডিবির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের পাঁচ বছরের নিচে যে সব শিশু পুষ্টি হীনমন্যতায় ভোগছে তাদের খুঁজে বের করে মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করতে এফআইভিডিবি কাজ করে যাবে।
চার দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন বিধান জন কস্তা ও তুহিন আলম।