সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার ও বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার, এর যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জগন্নাথপুর উপজেলার সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশনের মাঠ কর্মী রাহুল দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার অরুপ কুমার রায়, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ।
শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম জুবায়ের আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক গোবিন্দ দেব, হুমায়ূন কবির, মো. মুকিম উদ্দিন, বিদেশ ফেরত নুরুজ্জামান, সাহিনা বেগম, জাহেদা বেগম, অধিবাসী জগন্নাথপুর স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান প্রমুখ।