‘নারী সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করুন’ এ বিষয়কে সামনে রেখে জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর এগিয়ে চলা প্রকল্প ‘নারীপক্ষ’ এর আয়োজন করেন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (০৮ মার্চ) সকাল ১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাঙালি নারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী অংশ নেয়।
শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা শাখার প্রশিক্ষক অনু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়া সাদ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এলজিডি প্রকৌশলী সোহারাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, কৃষি অফিসার কাউছার আহমেদ প্রমুখ।