জগন্নাথপুরের ৩ ইউনিয়নের ৪টি ওয়ার্ডে উপ নির্বাচন ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ ইউনিয়নের ৪টি ওর্য়াডের উপ-নির্বাচন। এসব ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৭ জুন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৩ ইউনিয়নের ৪টি ওর্য়াডের মেম্বারগণ বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ও স্হানীয় সরকারের বিধিমালা লঙ্ঘন করায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪নং ও ৭নং  ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে অপসারণ করে এই ওয়ার্ডগুলোতে উপ-নির্বাচন ঘোষণা করা হয়। জগন্নাথপুর নির্বাচন অফিস থেকে মনোনয়ন পএ সংগ্রহ করাবে, রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। যাচাই বাছাইয়ের তারিখ ৫ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশনায় নির্বাচন বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। আমরা এখন মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।