জগন্নাথপুরের সেই বেইলি সেতুর মেরামত কাজ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাঙ নদীর ওপরে ভেঙে যাওয়া বেইলি সেতুর মেরামত কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকে সেতুটি মেরামত কাজ শুরু হয়েছে। দুই দিনের মধ্যে যানচলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম। সেতুটি মেরামত করতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যায় হবে বলেও জানান তিনি।

সড়ক বিভাগ জানায়, গত ২২ আগস্ট বিকালে ঢাকা থেকে সিমেন্ট বহনকারী একটি ট্রাক আউশকান্দি রাণীগঞ্জ সড়কের নলজোড়া নদীর ওপরে নির্মিত কাটাগাঙ এলাকার বেইলি সেতুর উপরে উঠলে সেতুটি ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়।

জগন্নাথপুরের এই সড়কের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এমনকি ভোগান্তিতে পড়েন রানিগঞ্জ ইউনিয়নের ১০ টি গ্রামের লক্ষাধিক মানুষ।

সেতু মেরামত করতে আসা শ্রমিক হোসেন মিয়া জানান, আশা করছি দুই দিনের মধ্য সেতু মেরামতের কাজ শেষ হয়ে যাবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সেতুটির ভাঙা অংশ মেরামত করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সেতুটি মেরামত করতে ৫০ লক্ষ টাকার মত খরচ হবে।