সিলেটের জকিগঞ্জে ৭৬০ কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত ২টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, কানাইঘাট উপজেলার ডালাইরচর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিজান আহমদ (২০) ও একই উপজেলার বিরদল (সোনাপুর) গ্রামের আব্দুল মোতালিবের ছেলে কামরান আহমদ (২২)।
পুলিশ জানায়, শনিবার (১৩ মে) দিবাগত রাতে এসআই এমবিএম জহিরুল ইসলাম ও এএসআই আমির খসরুর নেতৃত্বে একদল পুলিশ বারহাল কোনাগ্রামের বাবুর খাল নামক ব্রিজের পাশে জকিগঞ্জ-সিলেট সড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে দুইটি অটোরিকশা বোঝাই ১৬ বস্তায় মোট ৭৬০ কেজি ভারতীয় চিনিসহ তাদের আটক করে।
উদ্ধার হওয়া ভারতীয় চিনিগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ডের বস্তায় মোড়ানো ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।
তিনি জানান, চক্রটি বাংলাদেশি বস্তায় অবৈধভাবে আনা ভারতীয় চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো। জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।