সিলেটের জকিগঞ্জ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানসহ একদল ফোর্স সাথে জকিগঞ্জ টু শেওলাগামী রোডের ফায়ার স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে ইয়াবা টেবলেটসহ তাদের আটক করেন।
আটক দুজন হলো, উপজেলার কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন (৩৩) ও দক্ষিণ ভূঁইয়ার মোড় এলাকার আব্দুছ ছালামের ছেলে সিএনজি চালক বাবুল আহমেদ (২৯)।
ওসি মো. মোশাররফ হোসেন জানান, উপজেলার ইদগাহ বাজার এলাকা থেকে একটি সিএনজি আটোরিকশাযোগে দুজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য কালিগঞ্জ বাজারের দিকে আসছে; এমন খবর পেয়ে অভিযান শুরু হয়। এসময় জকিগঞ্জ ফায়ার স্টেশনের সামনে পাকা রাস্তার উপর তাৎক্ষনিক চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনকভাবে একটি সিএনজিটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কালো পলিথিনের উপর স্কচটেপ পেচানো পাঁচটি বান্ডিলে থাকা ৫০টি পলিপ্যাক থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮, তাং ৩০/০৯/২০২২ খ্রিঃ।