জকিগঞ্জে সড়কে বড় ভাই নিহত, ছোট ভাই আহত

সিলেটের জকিগঞ্জে অটোবাইক ও ট্রলির মধ্যে সংঘর্ষে এক ভাই নিহত ও অপর ভাই গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়নের গোয়াবাড়ী রাস্তার সংযোগস্থলে ট্রলিটি অটোবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে অটোবাইকের যাত্রী ঘেচুয়া গ্রামের জমিল আহমদের ছেলে মাহফুজ আহমদ (৯) ঘটনাস্থলেই নিহত হয়। আর তার ছোট ভাই মাছরুর আহমদ (৭) মারাত্মক আহত হয়ে সিলেট এমএসজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘেচুয়া গ্রামের দিনমজুর জমিল আহমদের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে অটোবাইকযোগে আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। জকিগঞ্জ-সিলেট সড়ক ও গোয়াবাড়ী রাস্তার সংযোগস্থলে গোয়াবাড়ী যাত্রী ছাউনির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রলি তাদের বহনকারী অটোবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরই ট্রলির মালিক ও চালক গোয়াবাড়ী গ্রামের বাদল মিয়ার ছেলে ছানু আহমদ পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশ ট্রলিচালক ছানু আহমদকে গ্রেপ্তারের চেষ্টা করছে।