জকিগঞ্জে মানব পাচার প্রতিরোধে সভা

সিলেটের জকিগঞ্জে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্র্যাক মাইগ্রেশন পোগ্রামের সহায়তায় মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার সিলেট এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট-সাইকোসোশ্যাল কাউন্সেলর পংকজ গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ. ব্র্যাক জেলা ব্যবস্থাপক শুভাষীস দেবনাথ, ডা. মো. মুহিদুল ইসলাম, আব্দুল মালেক খান, আব্দুল হামিদ, মো. নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষতার অভাবে আমাদের প্রবাসীরা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এবং কম বেতনের চাকুরি করতে বাধ্য হচ্ছেন। এ সমস্যা সমাধানে অভিবাসী শ্রমিকদেরকে দক্ষ করে বিদেশে পাঠাতে হবে। সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, ব্র্যাকসহ বেসরকারি সংস্থাকে প্রান্তিক জনগোষ্ঠীর নিকট অভিবাসন সর্ম্পকিত জনসচেতনতা ও অন্যান্য সেবা পৌছে দিতে হবে।