মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পৌর মেয়র আব্দুল আহাদ, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাকর দেশমূখ, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, ইউআরসি আবুল মাসুদ, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, নাসিম আহমদ, শিহাব আহমদ, ফয়জুর রহমান, কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুকসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৬টি উপ-কমিটি গঠন করা হয়। তবে সভায় উপজেলার অধিকাংশ জনপ্রতিনিধি উপস্থিত না হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।