গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আফজাল হোসেন (৩১) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে জকিগঞ্জ, বিশ্বনাথ ও সিলেট মেট্রোপলিটন বিশেষ আদালতে কয়েকটি মামলা রয়েছে, যার দুটিতে সে সাজাপ্রাপ্ত।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, জকিগঞ্জ জুডিসিয়াল আদালতে সিআর ১৯/২০ মামলায় এক বছর ও বিশ্বনাথ আদালতের সিআর ২৯/২২ সাত মাসের সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামী আফজালকে গ্রেফতার করা হয়েছে। নিয়মানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।