জকিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জকিগঞ্জ উপজেলাবাসীর সাথে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল।

মতবিনিময় সভায় জকিগঞ্জের বিভিন্ন সমাধান তুলে ধরেন স্থানীয়রা। তারা বলেন, সিলেট জেলা শহর থেকে ৯১ কিলোমিটার দুরের জকিগঞ্জ উপজেলা হাসপাতালটি দুই বছর পূর্বে ৫১ শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন না হওয়ায় কার্যক্রম এখনো চালু হয়নি। পদ থাকলেও নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক। ৩ জন চিকিৎসক এ হাসপাতালে কাগজপত্রে থাকলেও তারা জকিগঞ্জে আসেন না, প্রভাব খাটিয়ে জেলা শহরে অবস্থান করছেন। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এছাড়া জকিগঞ্জের রহিমপুর সেচ প্রকল্পসহ কোন সেচ প্রকল্প চালু না হওয়ায় ব্যহত হচ্ছে কৃষি উৎপাদন। কৃষি উৎপাদনের নানামূখী সমস্যা ও সম্ভাবনা, গতবারের বন্যায় বিধ্বস্থ গ্রামীণ রাস্তার উন্নয়ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় দুরাবস্থা, জকিগঞ্জের সবকটি সড়কে বিআরটিসি বাস চালুর দাবীসহ বিভিন্ন সমস্যার কথা তুলেন ধরেন স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এসব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করে বলেন, জনগণকে নিয়েই প্রশাসন কাজ করে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল মহলের সহযোগিতাও কামনা করেন সিলেটের জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, পৌর মেয়র আব্দুল আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, আব্দুছ ছবুর, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা, আব্দুস ছাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, মাসুম মিয়া, বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, এমএজি বাবর, আব্দুল আহাদ, বাবর হোসাইন প্রমূখ।