সিলেটের জকিগঞ্জে ৭টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের (চানপুর) মৃত ফয়জুল হকে ছেলে ‘আন্তঃজেলা ডাকাতদলের সর্দার’ মো. ইসলাম উদ্দিন সেলিম ওরফে ডাকাত সেলিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সেলিম ডাকাতের বিরুদ্ধে জকিগঞ্জসহ সিলেটের বিভিন্ন থানায় ৭টি ডাকাতির মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
এদিকে অপর এক অভিযানে ৪৪১ কেজি ভারতীয় অবৈধ চিনিসহ কানাইঘাটের পশ্চিম নালুআরা গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২), অন্য আরেকটি মামলার পলাতক আসামি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৫০) ও পৌর এলাকার মাইজকান্দী গ্রামের বজয় মিয়ার ছেলে তারেক আহমদকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন- ‘ আদালতের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তারকৃত আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।’