জকিগঞ্জে চাঁদার দাবিতে বিদ্যালয়ে হামলার অভিযোগ

জকিগঞ্জের ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদা দাবি করে হামলার অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম। মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি থানায় প্রেরণ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, হাজারী চক গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে মোঃ সফিকুর রহমান (৩৭) ও দরিয়াবাজ গ্রামের মৃত বাদাই মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৪৫) গত ৩১ জুলাই প্রধান শিক্ষকের অফিসে গিয়ে অফিস তছনছ করে এবং বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে।

সরকার কর্তৃক বরাদ্ধকৃত স্লীপ ও মেনটেইনেন্সের টাকার ২৫% টাকা চাঁদা দাবি করে এবং শিক্ষার্থীদের মারধর করে বিদ্যালয়ের রেজিস্ট্রারসহ কিছু কাগজপত্র নিয়ে যায় বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক।

এর আগেও তারা বিদ্যালয়ে এসে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়ে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে, উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে বিদ্যালয়ের সীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযুক্ত সফিকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিদ্যালয়ের একজন দাতা ও অভিভাবক সদস্য এবং বর্তমান ম্যানেজিং কমিটিরও একজন সদস্য। প্রধান শিক্ষকসহ আরো দুইজন সহকারি শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। তাদের নানা অনিয়ম দুর্নীতি বিষয়ে কথা বলায় শিক্ষকরা অভিভাবকদের উপবৃত্তির কথা বলে আমার বিরুদ্ধে অভিযোগ লিখে অভিভাবকদের দিয়ে স্বাক্ষর নেয়। বিষয়টি একজন অভিভাবক ফোন দিয়ে আমাকে বিদ্যালয়ে যাওয়ার জন্য জানালে আমি বিদ্যালয়ে যাই।

জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।