জকিগঞ্জে ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা, কঠোর অবস্থানে পুলিশ

সিলেটের জকিগঞ্জে দু’পক্ষের উত্তেজনার মুখে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর জকিগঞ্জ পৌরশহরের টাউন ঈদগাহ মাঠে মুসলিম যুব সমাজের ব্যানারে ‘ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত’ মাহফিলের আয়োজন করা হয়েছিল।

জানা গেছে, স্থানীয় মুসলিম যুব সমাজের ব্যানারে সোমবার বাদ যোহর ‘ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত’ মাহফিলের আয়োজন করে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিল একটি পক্ষ । অন্যদিকে মাহফিলকে প্রতিহত করতে পৌরশহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে অপর আরেককটি পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও করা হয় মাহফিল বিরোধী প্রতিবাদ। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় মাহফিল বন্ধের নোটিশ দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এদিকে, উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার সকাল থেকে পৌরশহরের টাউন ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে কঠোর অবস্থান নেয় থানাপুলিশ। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, অনুমতি না থাকায় কাউকে মাহফিল করতে দেওয়া হয়নি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছিল পুলিশ। সন্ধ্যা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।