জকিগঞ্জে এক রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি, আহত ২

সিলেটের জকিগঞ্জ উপজেলায় গভীর রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি দিবাগত রাতে এই দুই ডাকাতি সংঘটিত হয়।

জানা যায়, রাত দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের আব্দুল জব্বার রায়পুরী (রঃ)’র পুরাতন বাড়িতে ডাকাতদল কলাপসেবল গেটের তালা কেটে দরজা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় হাফিজ মোঃ ইয়াহইয়া নামের পরিবারের এক সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করে হাতের ৪টি আঙ্গুল কেটে ফেলে। ডাকাতদল ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুই ভরি রূপা ও নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

একইদিন রাত ১২টার দিকে খলাছড়া ইউনিয়নের আমবাড়ি গ্রামের নাজিম আহমদের ঘরে ঢুকে ডাকাত দল। গৃহকর্তা নাজিমকে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতরা তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে নগদ ৪ লক্ষ ১১ হাজার টকাসহ ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।

আহত হাফিজ মোঃ ইয়াহইয়া ও নাজিম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আমরা সরেজমিন গিয়ে ঘটনার বর্ণনা ও আলামত উদ্ধারের পাঁশাপশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এনিয়ে জকিগঞ্জ উপজেলায় গত দুই মাসে অন্তত ৪টি দুধর্ষ ডাকাতির ঘটনাসহ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। ফলে জনমনে নানা আতঙ্ক দেখা দিয়েছে।