জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ

জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্য সচিব ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির এ সভা ২ মাস অন্তর হওয়ার কথা থাকলেও সদস্য সচিবের অসহযোগিতার কারণে কোন মিটিংয়ের আয়োজন করা যায়নি।

আরও পড়ুন > জকিগঞ্জে ৬ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসনিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, এসিল্যান্ড অর্ণব দত্ত, এসআই লিটন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিভাকর দেশমূখ্য, আওয়ামী লীগ নেতা এমএজি বাবর, মখলিছুর রহমান প্রমুখ।

পরে ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্রস্তুতি সভা এবং সন্ত্রাস ও চোরাচালান কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়।