বন্যাদুর্গত মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ধারাবাহিক ত্রাণ তৎপরতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে সোমবার (৪ জুলাই) সিলেটের জকিগঞ্জ উপজেলায় দিনভর বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জকিগঞ্জ উপজেলার মুমিনপুর বাকরশাল এলাকায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দিন, পরিচালক মোস্তাক আহমদ, মেডিকেলের প্যাথলিজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. নজরুল ইসলাম ভুইঁয়া, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. মাসুদুল আলম প্রমুখ। এ সময় স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে গঠিত ২৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল গঠন করা হয়। উক্ত তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।