জকিগঞ্জে আ. লীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর

সিলেটের জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর থেকে জকিগঞ্জ পৌর শহর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, রোববার সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র আব্দুল আহাদের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা পৌরশহরে অবস্থান নেন। এসময় তারা মৌন মিছিল করেন। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা জকিগঞ্জ শহরে প্রবেশ করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মূখোমূখি হলে দু’পক্ষের মধ্যে ধাওযা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে নাসিম আহমদ, এমএজি বাবরসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আন্দোলনকারীরা লাটি-সোটা নিয়ে জকিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা দোকানপাটসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করে।

বিকেলে পৌর মেয়রের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে জকিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ নিয়ে জকিগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে।

আন্দোলনকারীদের অভিযোগ, অসহযোগ আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে গেলে আওয়ামী লীগের কয়েকজন তাদের উপর হামলা চালায়।

এদিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা  হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।