‘জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ’

জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে সড়ক ও জনপথের সরকারি জায়গায় অবৈধভাবে মসজিদের নামে দোকান কোঠা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শরীফগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী শাহাবউদ্দিন সাবু জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শরীফগঞ্জ বাজার মসজিদের নামে পৃথক দুইটি দলিলে ২৪শতক ভূমি থাকলেও মসজিদের মূল ভূমি বাদ দিয়ে সড়ক ও জনপথের সরকারি ভূমি বেআইনীভাবে দখল করে মসজিদ কমিটির মুতাওয়াল্লী মোঃ আব্দুস সালাম মসজিদের নাম ব্যবহার করে দোকানকোঠা ও স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, সড়ক ও জনপথ বিভাগের ভূমির সাথে সীমানা জটিলতা থাকায় স্থানীয়রা প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরে দরখাস্তের মাধ্যমে অভিযোগ পেশ করাসহ হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। ইতিপূর্বে জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নির্ধারণ করে দেয়া সীমানা এবং নির্বাহী কর্মকর্তার আদেশকে উপেক্ষা করে পেশি শক্তির বলে চালিয়ে যাওয়া স্থায়ী নির্মাণ কাজ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করে সরকারি ভূমি উদ্ধারের দাবী জানিয়েছেন শরীফগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী শাহাব উদ্দিন সাবু।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম জানান, সরকারি ভূমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।