জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের উপ-নির্বাচন ১৭ জুলাই

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ১৭ জুলাই। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করেন।

তফসীল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিল, ১৯ জুন বাছাই, ২৫ জুন প্রত্যাহার ও ভোটগ্রহনের তারিখ ১৭ জুলাই। ৯টি কেন্দ্রে ১৫৮০৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন হোসেন জানান, হাতিডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন, টগরঠাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মামরখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াজেদ আলী মজুমদার উচ্চ বিদ্যালয় ও মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ৯টি কেন্দ্রে ৭৮২০ পুরুষ ভোটার ও ৭৯৮৮ নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

প্রসঙ্গত, জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন লস্করের মৃত্যুতে পদটি শূন্য হয়।