সুনামগঞ্জের জগন্নাথপুরের এক শিক্ষক ছুটি না নিয়েই লন্ডনে অবস্থান করছেন। অভিযুক্ত শিক্ষকের নাম রাহিম আহমেদ। তিনি উপজেলার উপজেলার মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, এই বিদ্যালয়ে মোট চারজন শিক্ষক কর্মরত, তার মধ্যে তিনজন বর্তমানে নিয়মিত। আর রাহিম আহমেদ গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকেই বিদ্যালযয়ে অনুপস্থিত রয়েছেন। তবে এতোদিন এব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয় নি। রাহিম আহমেদ লন্ডনে অবস্থান করছেন এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা। ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন বর্মন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসারের কাছে ‘বিদ্যালয়ে অনুপস্থিত’ বলে একটি লিখিত অভিযোগ করেন।
তবে দীর্ঘদিন রাহিম কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলেও এতদিন বিষয়টি চেপে রেখেছিলেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক সুরঞ্জন বর্মন জানান, রাহিম আহমেদ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ না করে ছুটি না নিয়ে, লন্ডন চলে যান। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে লিখিত ভাবে জানিয়েছি। এছাড়াও রাহিম আহমেদের সঙ্গে তিনি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু সব যোগাযোগ মাধ্যমকে উপেক্ষা করেছেন রাহিম। যা তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস জানান, আমরা বিষয়টি জানতাম না, আজ প্রধান শিক্ষক লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি জানার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছি। রাহিমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, রাহিম শুধু নয় আর অনেকে রয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।