সুনামগঞ্জের ছাতকে ১৯টি ভারতীয় মহিষসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ছাতক পৌরসভাধীন বাগবাড়ী এলাকায় সুরমা নদীর পূর্ব পাশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিষ চোরাচালানের সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ১। মোঃ রায়হান আলী ফয়সাল (২৬), পিতা-শরিফুল ইসলাম, সাং-কাশিয়াডাঙ্গা, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহী, ২। ইরাজ উদ্দিন (১৯), পিতা-মৃত আকবর আলী, সাং-সাহেবনগর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ৩। মোঃ সুলেমান আজিদ (২৩), ৪। সালমান আহমদ (২০), উভয় পিতা-হাজী কামাল উদ্দিন, ৫। মোজাম্মেল (২২), পিতা-হাবিবুর রহমান, সর্বসাং-মৌলারপাড়, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ১৯টি ভারতীয় মহিষের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা। ঘটনায়ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।