ছাতকে দা-লাঠি-টেটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্-এঁর সার্বিক দিকনির্দেশনায় ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে বাঁশের লাঠি ১৯২টি, লোহার ফিকল/পাইপ ৩২টি, ঢাল ০৫টি, হিলমেট ০৬টি, রামদা ০৩টি, বাঁশের টেটা ২৩টি, লোহার সুরকি ১৬৫টি, লোহার কাতরা ৩২টি, লোহার বল্লম ৩৮টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।