সুনামগঞ্জের ছাতকে কন্যা সন্তানের জন্ম নিয়ে পারিবারিক কলহের জেরে জামাইয়ের হামলায় শ্বশুর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার ধারন গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামে মেয়ে সন্তান জন্ম দেয়া নিয়ে পারিবারিক কলহের জের ধরে সিএনজি চালক সেলিম আহমদ তার শ্বশুর মকবুল মিয়াকে এলোপাতাড়িভাবে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা মকবুল মিয়াকে তার মেয়ের জামাইয়ের কবল থেকে রক্ষা করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু পথেই মৃত্যু হয় মকবুল মিয়ার।
এদিকে এ ঘটনায়, আরো ২ জন আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) নজয় চন্দ্র মল্লিক জানান, আসামি ২ জনকে আটক আছে। তবে সেলিম গুরুতর আহত হওয়ায় তাঁকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।