চোটের জন্য নয়, ছন্দে না থাকায় নিজ থেকেই খেলতে চাননি ম্যাক্সওয়েল

এবারের আইপিএলে নামীদামি ক্রিকেটারদের মধ্যে যাঁরা চরম ব্যর্থ, তাঁদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এ মৌসুমে ৬ ম্যাচে মাত্র ৫.৩৩ গড়ে করেছেন ২৮ রান। এর মধ্যে তিনটিতেই মেরেছেন ডাক। খবর প্রথম আলোর ।

একে তো বেঙ্গালুরুর ন্যূনতম প্রত্যাশাটুকুও পূরণ করতে পারছেন না, তার সঙ্গে দুঃসংবাদ হয়ে এসেছে চোট। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। এ কারণে নাকি গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি।

তবে খোদ ম্যাক্সওয়েলের দাবি, চোটের কারণে নয়, ছন্দে নেই বলে নিজ থেকেই বিশ্রাম চেয়ে নিয়েছেন। মানসিক ও শারীরিকভাবে চাঙা হয়ে উঠতেই টিম ম্যানেজমেন্টের কাছে এ অনুরোধ জানান তিনি। টিম ম্যানেজমেন্ট সেই অনুরোধে সাড়া দিয়ে তাঁকে গত রাতের ম্যাচে বিশ্রামে রেখেছিল।

হারের বৃত্তে বন্দী বেঙ্গালুরু কাল ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিব্রতকর রেকর্ড গড়েছে। হায়দরাবাদের ব্যাটসম্যানরা বেঙ্গালুরু বোলারদের ওপর দিয়ে ‘মহাপ্রলয়’ বইয়ে তুলেছেন ২৮৭ রান, যা আইপিএল ইতিহাসের দলীয় সর্বোচ্চ। প্রথম ইনিংস শেষেই ম্যাচের ফল একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু দেখার ছিল বেঙ্গালুরুর হারের ব্যবধান। অধিনায়ক ফাফ ডু প্লেসির ২৮ বলে ৬২ আর উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিকের ৩৫ বলে ৮৩ রানের সুবাদে দলটি শেষ পর্যন্ত ২৫ রানে হেরেছে।