চোখ রাঙাচ্ছে বন্যা, বিপদসীমা ছাড়ালো সুরমা

প্রতীকী ছবি

কয়দিনের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে পানি বাড়ছে সিলেটের সবকটি নদ-নদীর। প্রশাসন আর আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় বিপদসীমা ছাড়িয়েছে সুরমা নদী।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শনিবার সকাল থেকেই সিলেটের নদ-নদীগুলোর পানি ছিলো বিপদসীমা ছুঁইছুঁই। সন্ধ্যা ৬ টায় কানাইঘাট পয়েন্টে বিপদসীমা ছাড়ায় সুরমা নদী। এসময় এ পয়েন্টে রেকর্ড করা হয় ১২.৯৫ পয়েন্ট। যা বিপদসীমা থেকে ২০ সেন্টিমিটার বেশি।

সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, শেষ ৩৬ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২০৩.৫ মিলিমিটার। যার মধ্যে শুক্রবার সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সিলেটে ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর পরবর্তী ১২ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৮৮ মিলিমিটার। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঢল যোগ হয়ে ইতিমধ্যেই বন্যার আশঙ্কা তৈরি করেছে। কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনী উদ্যোগ ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সিলেটরে জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসন জানায়, বন্যা মোকাবেলার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপজেলাগুলোকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর আগাম ব্যবস্থা করে রাখা হয়েছে। এছাড়া সকল উপজেলাকে তাদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তার চাহিদাপত্র দিতে বলা হয়েছে।