চৈত্র মাসে এমনিতেই দ্রব্যমূল্য বাড়ে : শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে চৈত্র মাস এলে এমনিতেই দ্রব্যমূল্য বাড়ে। আমাদের মা-চাচিরা একটু বাড়তি খরচ করে পণ্য ঘরে মজুদ রাখতেন। যাতে করে অভাব-অনটনের সময় একটু কাজে আসে। সরকার রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজারে মনিটরিং, তদারকি কাজ করছে। বর্তমানে দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জ বোরো ফসলের শস্য ভাণ্ডার। সুনামগঞ্জসহ সারা দেশে বোরো জমির পাশাপাশি পতিত জমিকে চাষের আওতায় আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। বিশেষ করে সিলেট অঞ্চলে প্রবাসীদের অনেক জমি পতিত রয়েছে। এ অঞ্চলের বেশিরভাগ জমিতে বছরে একটিমাত্র ফসল বোরো অথবা আমন ধান হয়। আর বাকি সময় জমি পতিত থাকে। এ বিপুল পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে। সরকার কৃষি ক্ষেত্রে কৃষকদের উদ্বুদ্ধ করতে সার, বীজ ও কৃষি উপকরণ কৃষকদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে। যাতে এলাকার কৃষিতে বিরাট পরিবর্তন আসে।

মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে। এটি একটি স্বল্পকালীন বাঁধ। ফসলরক্ষায় কোনো স্থায়ী সমাধান নেই। তবে সুনামগঞ্জের বড় বড় নদীগুলোকে খননের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ছোট ছোট নদীও খনন করতে হবে। নদী খননের বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। ছোট-বড় নদী খননের ফলে ফসলরক্ষা বাঁধের উপর পানির চাপ কম থাকবে এবং হাওরের ফসল রক্ষা পাবে। এ দেশ আপনার, আমার সবার। সবাইকে মিলে-মিশে বাস করতে হবে। মারামারি-হানাহানি থেকে বিরত থেকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা খন্দকার সোহাইল আহমেদের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন প্রমুখ।

সবশেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।