চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ যাত্রীর

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জগামী ডিম ভর্তি একটি পিকআপের সঙ্গে চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা ও অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা মিরাশি ইউনিয়নের পাঁচগাও গ্রামের সুরুক আলীর মেয়ে নাজমা আক্তার (৪০), লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেন মিয়া (৫৫) ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৩নং দেওরগাছ ইউনিয়নের রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫) এবং চিকিৎসারত অবস্থায় শুক্রবার বাদ জোহর সিলেট এমজি ওসমানী মেডিকেল হাসপাতালে মারা যায় নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত পেশকার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের মোহাম্মদ মাঈনুল ইসলাম (৩০)।

এছাড়াও চিকিৎসা অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আহম্মাদাবাদ ইউনিয়ন বনগাও গ্রামের শফিক মিয়ার মেয়ে ফারিয়া আক্তার (৩০)।তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এ ঘটনায় পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে।