চুনারুঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫১তম বাংলাদেশ জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার।

প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৪৮টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্র বিভিন্নরকম খেলাধুলায় অংশগ্রহণ করে। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় তারা বলেন, খেলাধুলা যেমন শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতা দেয়। তেমনি সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখে। এমন উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মাস্টারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।