চুনারুঘাটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক ১

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পিকনিক স্পট গ্রীনল্যান্ড পার্কে ভ্রমণে আসা বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঘটনার পরপরই সোহাগ (২০) নামের এক যুবককে আটক করা হয় বলে জানায় পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের ১০০ জন শিক্ষার্থী ও ৫জন শিক্ষক, কর্মকর্তা কর্মচারী নিয়ে ১ দিনের শিক্ষা সফরে চুনারুঘাট উপজেলার রানিগাও ইউনিয়নের পিকনিক স্পট গ্রীন্ডল্যান্ডে আসলে ঘটনাটি ঘটে। এসময় গ্রীন্ডল্যান্ড পার্কের সামনে গাড়ি পার্কিং নিয়ে শিক্ষার্থীদের সাথে ইজিবাইকে থাকা রিপন নামের এক যাত্রীর সাথে বাকবিতন্ডা হয়। বিষয়টি কিছুক্ষন পর সমাধানও হয়। কিন্তু কিছুক্ষণ পর ইজিবাইক (টমটম) গাড়ি চালক তার দলবল নিয়ে এসে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়।

আহতরা হলেন- বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল আলেক ও আক্তারুজ্জামান, শিক্ষার্থী ফাহিম (১৮), আলেক (১৭), সাকির (১৭), আঃ গফুর (১৯), সাদিয়া (১৮), মাহিশা (১৬), ফাইজা (২৩), রাসেল (২২), তানহা(১৭), প্রিতি আক্তার (১২), মাহফুজ (২০), খালেদ (১৭) ও আব্দুল্লাহ সাইদ(১৭)।

কর্তব্যরত চিকিৎসক ডা: তাছলিমা জানান, ১৪ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এর মধ্যে দুজন সেচ্ছায় সিলেটে রেফার্ড নেন এবং বাকী শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, শুনেছি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে মারধরের এঘটনা ঘটে। তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে এঘটনায় জড়িত সোহাগ (২০) নামে এক জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।