হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক শিক্ষকদের বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, প্রশিক্ষক আবদুল কাদির, কেফায়েত উল্লা, শীলা দত্তর উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায়, জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ও ডিসমিনিশন অফ নিউ কারিকুলামের আওতায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
এতে শিক্ষকদের মূলত ৮টি বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিষয়গুলো হচ্ছে বাংলা, ডিজিটাল প্রযুক্তি, ইংরেজি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, গণিত, ইসলাম ধর্ম, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে বিস্তরণ প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরবর্তীতে স্কুলপর্যায়ে শিক্ষকগণ বিষয়ভিত্তিক আধুনিক মাধ্যমে শিক্ষা প্রধান করবেন।
এতে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ দুই উপজেলা থেকে তিনশত নব্বই জন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে জানানো হয়েছে।