চুনারুঘাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল এর সঞ্চালনায় বুধবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইনস্পেক্টর রবিউল্লাহ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য অধিদপ্তর,সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ের লক্ষ্যে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ দিকনির্দেশনা মুলক পরামর্শ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, সামাজিক-সাংস্কৃতিক সচেতন ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।