চুনারুঘাটে মাঠ দিবসে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাঠ দিবসে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জের উপ পরিচালক নূরে আলম সিদ্দিকী ও আশেক পারভেজ। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জের উপ পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২১/২২ অর্থ বছরে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় উক্ত দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষকগণ কখন কোন মৌসুমে নিয়মিত ও বার মাসি ফসল চাষ করা যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

এসময় তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ, কৃষক গ্রুপ গঠন অরিয়েন্টেশন, রাজস্ব আউশ ব্রিধান ৯৮ এর মাঠ দিবস অনুষ্ঠান, ড্রাগন বাগান পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন।

তিনি আরও বলেন, ‘আমরা জানি এক সময় মানুষ কৃষিকে পেশা হিসাবে নিত। কিন্তু এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমরা এই কৃষিকে ব্যবসায় নিয়ে সাবলম্ভী হতে পারি। তাই আমাদের কে সচেতন হতে হবে।’

এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।