হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (৩২৯) নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেছে প্রশাসনিক টিম।
শনিবার (২৯ এপ্রিল ) সকালে উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নোমান নগর রাইস মিল এলাকায় উক্ত ভূমি পরিদর্শন করেন প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ ওয়াই এম জিয়াউদ্দীন আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, হবিগঞ্জ জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুশফিক ভূইয়া, চুনারুঘাট উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেন, জেলা শিক্ষা প্রকৌশলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর শেখ তানভীর প্রমুখ।
জানা যায়, সরকারের উন্নয়নের অংশ হিসেবে উপজেলাবাসীর দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় চুনারুঘাট উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করা হয়েছে।