হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অংশ নেন চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় ৩৮৪ জন শিক্ষক শিক্ষিকা।
এতে মাধ্যমিক শিক্ষকদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ প্রদান করেন, সদ্য প্রশিক্ষণ পাওয়া বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ। নতুন শিক্ষাক্রমের এই প্রশিক্ষণে চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ নবী হোসেন, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান ও ঢাকা ডিডি ফাইনান্স আনিছুর রহমান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরিদর্শন করেন।
এর আগে মাধ্যমিক স্কুল শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ শুরু হয় গত ৬ জানুয়ারি। নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণে দেশের ৪০৮টি উপজেলা ও ২৫টি থানায় মাধ্যমিক শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মাধ্যমিকের প্রায় ২ লাখ ৮০ হাজার জন শিক্ষক অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার একাডেমিক সুপারভাইজার এবং প্রশিক্ষণ ভেন্যুর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী বিস্তরণ প্রশিক্ষণ আগামীকাল থেকে স্কুলে স্কুলে শিক্ষকগণ পরিচালনা করবেন বলেও নিশ্চিত করা হয়েছে।