হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পার উপস্থিতিতে পোনা মাছ অবমুক্তকরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উক্ত পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এ সময় সকলের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আমরা বাঙালি। আমাদের বৈশিষ্ট্য মাছ-ভাতের সাথে সম্পর্কিত। তাই আমাদেরকে এই সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে। তাহলেই আমাদের প্রজন্মের আমিষের চাহিদার ঘাটতি হবে না। সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ কর্মচারীগণ।