চুনারুঘাটে দু’দিনব্যাপী শিক্ষকদের জীবন দক্ষতা প্রশিক্ষণ

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সূচনা বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস প্রকল্পের বাস্তবায়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসন সভা কক্ষে দু’দিনব্যাপী শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ও চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশে অপুষ্টি প্রতিরোধে প্রয়াস’ সুচনা প্রকল্পের জেলা ম্যানেজার সুব্রত রায়, সিল্ডেন দ্যা সেইভ প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কামরুন্নাহার, প্রোগ্রাম কো অডিনেটর বিকাশ চন্দ্র সাহা, প্রশিক্ষক রামনাথ রায় প্রমুখ।

এসময় উপস্থিত অতিথিগণ, সকল শিক্ষকদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে যে সকল বিষয় সম্পর্কে জানা শোনা ও বুঝা হয়েছে তা অবশ্যই কিশোরকিশোরী ক্লাবে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশে আলোচনা করার পরামর্শ দেন।

মূলত প্রশিক্ষনে সুন্দর জীবন ও জীবনের লক্ষ, নিজস্বতা, আত্মনিয়ন্ত্রণের দক্ষতা, কিশোর কিশোরীর দায়িত্ব ও অধিকার, সামাজিক দক্ষতা, যোগাযোগের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহনের দক্ষতা, সংকট মোকাবেলা দক্ষতা, মানুষিক চাপ, সমঝোতার দক্ষতা, জেন্ডার বৈষম্য ও বাল্য বিবাহসহ বারটি বিষয়ের উপর বিষদ আলোচনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা দশটি ইউনিয়ন, একটি পৌরসভা ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ও সংগীত শিক্ষকগণ।