চুনারুঘাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ অক্টোবর) দিনব্যাপী পারকুল চা বাগানের উক্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।

এসময় সংশ্লিষ্টরা বলেন, ২০৩০ এর মধ্যে শতকরা ৮০ ভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে এসডিজির টার্গেট রয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। তবে, বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এখন পৃথক দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়া হচ্ছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।