হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ছোট সতীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে শ্বাসরোধ করে বড় সতীনের বিরুদ্ধে। শনিবার (১৮ মার্চ) রাত ৮টায় উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড বাঘবাড়ী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বাঘবাড়ী আবাসিক এলাকার বাসিন্দা সিএনজি চালক সুনাহর আলীর দুই স্ত্রী। এর মধ্যে প্রথম স্ত্রী সাদেকা খাতুন (৩০) ও দ্বিতীয় স্ত্রী রিপা খাতুন (২৫)।
নিহত দ্বিতীয় স্ত্রী রিপা খাতুনের বাবার বাড়ি উপজেলার পাকুড়িয়া গ্রামে। স্বামী বাড়িতে না থাকার কারণে দুই সতীনের মধ্যে ঝগড়া হয়। ওই রাতে সুনাহর আলী বাড়িতে ফিরলে ঘরের মেঝেতে রিপার দেহ পড়ে থাকতে দেখেন। ততক্ষনাৎ তিনি রিপা খাতুনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপা খাতুন (২৫)কে মৃত ঘোষণা করেন। তখন থেকেই সাদেকা খাতুন (৩০) আত্মগোপন করেন।
নিহত নিপা খাতুন (২৫) চার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা যায়।
এ বিষয়ে চুনারুঘাট থানা অফিসার (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ইতোমধ্যে আসামি সোনাহর আলী (৪৫) ও সাদেকা বেগম (৩০)কে ব্রাহ্মণবাড়ীয়া থেকে আটক করা হয়েছে।