চুনারুঘাটে চোরাই টমটমসহ দুজন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চোরাই অটোরিকশা (টমটম) সহ দুই চোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার আক্তার হোসেন (পিপিএম-সেবা) দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে অভিযানে এসআই ছদরুল আমিন ও তার টিম চুরি হওয়া টমটম গাড়ীর মামলায় (থানার মামলা নং-১৩(১২)২৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) উপজেলার গাজীগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার পুত্র আসামি নিলয় মিয়া (২৫)কে শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামি নিলয় এর দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া টমটম গাড়িটি রাত ১ টার দিকে হবিগঞ্জ সদর থানার বড় বহুলা গ্রামের ইছাক আলীর পুত্র আরব আলীর (৪০)গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এসময় আরব আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।