হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) সকাল ১১টায় ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের মাঠে উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার ও ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদালুর রহমান আবদাল।
উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ ও ভেড়া বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত অতিথিগণ সকলের উদ্দেশে বলেন, বর্তমান সরকার তৃণমূলে উন্নয়ন ও জীবনমানের উন্নয়নের জন্য এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা যথাযথভাবে উক্ত সুফলসমূহ কাজে লাগিয়ে সাবলম্বী হবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাটিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টেনু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ উপ-সহকারী কর্মকর্তা আলী আকবরসহ কর্মকর্তা-কর্মচারীগণ।