চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

এসময় উপস্থিত ছিলেন- ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন, স্থানীয় মেম্বার জসীম উদ্দিন, হিরুন আহমদ।

জানা যায়, উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইজারাবিহীন স্থান থেকে বালু উত্তোলন ও ব্যবহার করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দক্ষিণ দেওরগাছের বাসিন্দা মারুফ মিয়া হৃদয় (২৬)-কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে একই আইনে কাজল খান (২৬) ও আব্দুল হামিদ (২৬) নামের দুজনকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।