চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে শফিক মিয়া (২৬) একজনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নস্থ ধুলিয়াবরা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।