দক্ষিণ-পশ্চিম চীনে একটি বাস উল্টে ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে চীনের প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বে স্যান্ডু কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে।
দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত এটাই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পরই সেখানে জরুরি সেবা কর্মীদের মোতায়েন করা হয়েছে বলেও জানায় পুলিশ।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার অঞ্চলটিতে বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘুদের বসবাস। এর আগে ওই একই এলাকায় একটি দ্রুতগামী ট্রেন দুর্ঘটনায় এক চালক নিহত হন।