সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার শুরু

সরকারি হাসপাতালের চিকিৎসকদের বৈকালিক চেম্বারের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন ও হাসপাতালের তালিকা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হলো। প্রাথমিকভাবে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগের ১০ জেলা, চট্টগ্রাম বিভাগের ১০ জেলা, ময়মনসিংহ বিভাগের ৫ জেলা, খুলনা বিভাগের ৫ জেলা, রাজশাহী বিভাগের ৫ জেলা, রংপুর বিভাগের ৬ জেলা, বরিশাল বিভাগের ৪ জেলা এবং সিলেট ও বরিশাল বিভাগের ৬ জেলায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হচ্ছে।